Read Aloud the Text Content
This audio was created by Woord's Text to Speech service by content creators from all around the world.
Text Content or SSML code:
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩ প্রথম অধ্যায়- জীব জগতের নিয়ন্ত্রন ও সমন্বয় অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর 1. উদ্দীপক কাকে বলে? ➢ পরিবেশের বাহ্যিক বা আভ্যন্তরিন যে সকল অবস্থা জীবদেহে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে(Stimuli) উদ্দীপক বলে। যেমন- তাপ , চাপ, আলো, ক্ষুধা । 2. বনচাঁড়াল উদ্ভিদের পাতার চলন এর কারণ কি ? ➢ বনচাঁড়াল উদ্ভিদের পত্রবৃন্তের রসস্ফীতি জনিত তারতম্যের কারণে পত্রফলক এর সঞ্চালন ঘটে। 3. কোন উদ্ভিদকোশে সিলিয়ারি চলন দেখা যায় ? ➢ মস ও ফার্নের শুক্রাণু তে । 4. প্রকরন চলন কাকে বলে ? ➢ যে প্রকার বক্রচলনে উদ্ভিদের কোষের রসস্ফিতির তারতম্যের জন্য উদ্ভিদ অঙ্গের পাতার ত্রিফলকের পার্শ্বপত্রকের চলনকে প্রকরণ চলন বলে। 5. একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখো ? ➢ হরমোন । 6. পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া কোন প্রকারের চলন ? ➢ ফোটোন্যাস্টিক চলন । 7. ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক এসিড এর প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া কি প্রকার চলন ? ➢ কেমোট্যাক্টিক চলন । 8. ফোটোট্যাকটিক চলন কাকে বলে? ➢ বহিঃস্থ উদ্দীপক আলোকের প্রভাবে যে ট্যাকটিক চলন দেখা যায় তাকে ফটোট্যাকটিক চলন বলে। 9. উদ্ভিদের কোন অংশে নেগেটিভ জিও ট্রপিক ( প্রতিকূল অভিকর্ষ) চলন দেখা যায়? ➢ কান্ড । 10. কোন উদ্ভিদের মূলে নেগেটিভ জিও ট্রপিক চলন দেখা যায়? ➢ সুন্দরী গাছ ।