Download Free Audio of SSC অথবা HSC বা যেকোনো প... - Woord

Read Aloud the Text Content

This audio was created by Woord's Text to Speech service by content creators from all around the world.


Text Content or SSML code:

SSC অথবা HSC বা যেকোনো পরীক্ষার কথা চিন্তা করুন। একটি ক্লাসের মধ্যে কেউ এ+ পায়, কেউ ফেইল করে। দুইজন ঘনিষ্ঠ বন্ধু। একজন পাস, আরেকজন ফেইল। পাসকৃত বন্ধু কি চাইলে পারবে, ফেইলকৃত বন্ধুর জন্য সুপারিশ করতে? সে কি বলতে পারবে, “আমরা একসাথে পড়ালেখা করতাম, একসাথে ক্লাস করতাম, এখন আমি পাস করলাম, আর সে ফেইল। আমি তো কলেজে বা বিশ্ববিদ্যালয়ে গেলে তাকে মিস করবো। তাকে আমার সাথে পাস করিয়ে দিন!” এমন আবদার করার সুযোগ যেমন তার নেই, তেমনি এমন আবদার কবুল করার সাধ্যও কারো নেই। তবে, কিয়ামতের দিন এমন আবদার করা হবে। জান্নাতে যাবার পর জান্নাতীরা দেখবে তাদের সেই সব ভাইয়েরা জান্নাত লাভ করতে পারেনি, যাদের সাথে তারা একসাথে নামাজ পড়েছে, রোজা রেখেছে, নেক আমল করেছে। তারা জান্নাতে গিয়ে সেসব ‘ভাই’ কে মিস করবে। আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, “হে আল্লাহ! আমাদের সেইসব ভাইয়েরা কোথায়?” আল্লাহ কোনো কারণে তাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। তবে, তাদের চেহারায় জাহান্নামের আগুনের ছাপ লাগবে না। তাদেরকে দেখলেই চেনা যাবে। তখন আল্লাহ জান্নাতীদেরকে অনুমতি দিবেন। তারা গিয়ে তাদের সেইসব বন্ধুদের মধ্যে যাদের এক দিনার পরিমাণ, আধা দিনার পরিমাণ এমনকি এক অণু পরিমাণ ঈমান দেখতে পাবে, তাদেরকে জাহান্নাম থেকে নিয়ে আসবে। আল্লাহর অনুমতিক্রমে, জান্নাতি বন্ধুদের সুপারিশে সেইসব জাহান্নামী বন্ধু জান্নাতে প্রবেশ করবে। আমরা যদি নামাজ না পড়ি, রোজা না রাখি, নেককাজ না করি তাহলে নেককার ভাই বন্ধুদের সাহচর্য কিভাবে পাবো? তাদের সুপারিশ পেতে হলেও তো অন্তত নেককাজ করতে হবে। সালাফদের কেউ কেউ তার নেককার বন্ধুকে বলতেন, “বন্ধু তুমি যদি জান্নাতে গিয়ে আমাকে খুঁজে না পাও, তাহলে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ কোরো।” তথ্যসূত্র: সহীহ বুখারী: ৭৪৩৯