Read Aloud the Text Content
This audio was created by Woord's Text to Speech service by content creators from all around the world.
Text Content or SSML code:
ট্রাম্পের শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী লেঠেল বাহিনী শুধু যে কথার কথা হিসেবে ‘মাইক পেন্সকে ফাঁসিতে ঝোলাও’ স্লোগান দিচ্ছিল, মোটেও তা নয়। তাঁরা আক্ষরিক অর্থেই ক্যাপিটল হিল ভবনের সামনে একটি ফাঁসিকাষ্ঠ দাঁড় করিয়েছিলেন। এরপর তাঁরা কংগ্রেস ভবনে ঢুকে পেন্সের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন। মাইক পেন্স সেদিন ভবনের ভূগর্ভস্থ নিরাপত্তা কুঠুরিতে আশ্রয় নিয়েছিলেন। যদি সেদিন তাঁরা তাঁকে পেয়ে যেতেন, তাহলে এটি নিশ্চিত যে নিদেনপক্ষে তাঁকে সেদিন গণপিটুনির শিকার হতে হতো। ঠিক সেই মুহূর্তে ট্রাম্প হোয়াইট হাউসে আরাম করে টিভি দেখছিলেন এবং তাঁর উন্মত্ত অনুসারীদের তাণ্ডব চালাতে দিচ্ছিলেন। ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির সদস্যদের নিয়ে গঠিত তদন্ত কমিটি গত সপ্তাহে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত একটি অধিবেশনে এ তথ্য দিয়েছেন। সেই দুই দলেরই সদস্যরা নিশ্চিত করেছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি যে হামলা হয়েছিল, তা পূর্বপরিকল্পিত ছিল। ট্রাম্প হেরে গেলে যে এভাবে বাইডেনের শপথ অনুষ্ঠান পণ্ড করতে হামলা চালানো হবে, তা কয়েক মাস আগেই ঠিক হয়েছিল। এটি কয়েক মাস আগেই ট্রাম্প জানতেন এবং এতে তাঁর প্রত্যক্ষ সমর্থন ছিল।